
সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার : আজ বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৪তম বার্ষিকী। ঐতিহাসিক ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে লাল সবুজের নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের।.
.
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫০ মিনিটের দিকে চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বীর মুক্তিযোদ্ধারা।.
.
এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন তারা।.
.
অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন .
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও অন্যান্য পুলিশ কর্মকর্তা।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: